যেভাবে হবে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুলের ভর্তি কার্যক্রম

  © সংগৃহীত

শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বতীকালীন সরকার পূর্বের সমোলোচিত শিক্ষাপদ্ধতি বাতিল করে। শিক্ষায় নতুন নতুন অনেক সংষ্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় মাধ্যমিকে ভর্তি পদ্ধতি কোনো ধরনের পরিবর্তন হবে কিনা এ নিয়ে সংশয়ে ছিলেন অভিভাবক-শিক্ষার্থীরা। তবে এবছরও লটারির মাধ্যমে মাধ্যমিকে ভর্তি কার্যক্রম চলবে। 

আজ বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আগামী সপ্তাহে আদেশ জারি হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-১) খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্যও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে পূর্বের মতো লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশির) অধীন বিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আগে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ