স্টারলিংকের ইন্টারনেট ডাউন, ইলন মাস্কের দুঃখ প্রকাশ

২৫ জুলাই ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১২:০৫ PM
স্টারলিংক

স্টারলিংক © সংগৃহীত

বিশ্বজুড়ে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক তাদের ইতিহাসের অন্যতম বড় আন্তর্জাতিক বিপর্যয়ের মুখে পড়ে। অভ্যন্তরীণ সফটওয়্যার ব্যবস্থার ব্যর্থতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে কয়েক ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্পেসএক্সের সিইও এলন মাস্কও দুঃখ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকাল ৩টা থেকে হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে বলে জানিয়েছে ইন্টারনেট বিপর্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের। তারা জানায়, ৬১ হাজারেরও বেশি ব্যবহারকারী সাইটে সমস্যার কথা জানান।

দ্রুত জনপ্রিয়তা পাওয়া স্টারলিংক বর্তমানে প্রায় ১৪০টি দেশ ও অঞ্চলে ৬০ লাখের বেশি ব্যবহারকারীকে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে বিপর্যয়ের বিষয়টি স্বীকার করে জানায়, ‘আমরা সক্রিয়ভাবে সমাধানের পথে কাজ করছি।’

স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস জানান, ২ ঘণ্টা ৩০ মিনিট পর অধিকাংশ ব্যবহারকারীর সংযোগ পুনঃস্থাপিত হয়। তিনি বলেন, ‘মূল নেটওয়ার্ক পরিচালনাকারী গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফটওয়্যার সেবার ব্যর্থতাই এই বিপর্যয়ের কারণ। আমরা দুঃখিত এবং এর মূল কারণ শনাক্তে কাজ করছি।’

স্পেসএক্সের সিইও এলন মাস্কও দুঃখ প্রকাশ করে এক্সে লেখেন, ‘বিপর্যয়ের জন্য দুঃখিত। স্পেসএক্স নিশ্চিত করবে যাতে এটি আর না ঘটে।’

বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তিগত স্থায়িত্ব এবং দ্রুত সম্প্রসারণের জন্য পরিচিত স্টারলিংকের এমন বিপর্যয় সত্যিই বিরল। কেউ কেউ এটিকে সফটওয়্যার আপডেটজনিত সমস্যা বা সাইবার হামলার সম্ভাবনা হিসেবেও দেখছেন।

ইন্টারনেট বিশ্লেষক প্রতিষ্ঠান কেনটিকের বিশেষজ্ঞ ডগ ম্যাডোরি জানান, ‘এটি একটি বৈশ্বিক বিপর্যয় ছিল এবং স্টারলিংকের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা।’

স্টারলিংকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায়, সাম্প্রতিক মাসগুলোতে স্পেসএক্স উচ্চগতির ও বড় ব্যান্ডউইথের চাহিদা মেটাতে তাদের নেটওয়ার্কের কাঠামো হালনাগাদে গুরুত্ব দিচ্ছে।

এছাড়া মোবাইল অপারেটর টি-মোবাইলের সঙ্গেt যৌথভাবে বড় এবং শক্তিশালী স্যাটেলাইটd পাঠিয়ে গ্রামীণ অঞ্চলে সরাসরি মোবাইল টেক্সট বার্তা পাঠানোর সেবাও চালু করছে প্রতিষ্ঠানটি।c

২০২০ সাল থেকে এখন পর্যন্ত স্পেসএক্স ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে। যেটা লো আর্থ অরবিটে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে। এর ফলে গ্রামীণ অঞ্চল, সামরিক বাহিনী ও পরিবহন খাতে এর চাহিদা বেড়েই চলেছে।

কর্ণেল বিশ্ববিদ্যালয়ের স্পেস অ্যান্ড সাইবারসিকিউরিটি ল্যাবের পরিচালক গ্রেগরি ফ্যালকো বলেন, ‘সম্ভাব্যত এটা একটি ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেট, tঠিক যেমনটা গত বছর ক্রাউডস্ট্রাইক সফটওয়্যারের আপডেটজনিত সমস্যায় বিশ্বব্যাপী উইন্ডোজ ব্যবহারকারীরা পড়েছিল।’

গত বছর জুলাইয়ে ক্রাউডস্ট্রাইকের এক সফটওয়্যার আপডেট বিশ্বজুড়ে বিমান চলাচল, হাসপাতাল ও শিল্পখাতে বিশৃঙ্খলা তৈরি করেছিল। প্রায় ৮৫ লাখ উইন্ডোজ ডিভাইস এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তবে স্পেসএক্সের সামরিক স্যাটেলাইট বিভাগ ‘স্টারশিল্ড’ এই বিপর্যয়ে প্রভাবিত হয়েছে কি না—সে বিষয়ে কিছু জানা যায়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে এই বিভাগের কয়েক বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। [সূত্র: দ্য গার্ডিয়ান]

পে স্কেল নিয়ে পে-কমিশনের সভা শুরু দুই ঘণ্টা দেরিতে
  • ২১ জানুয়ারি ২০২৬
এসইউবিতে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনু…
  • ২১ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
  • ২১ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!
  • ২১ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন কত জন
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9