প্রাথমিকের ক্লাস চলবে সশরীরে

১৪ জানুয়ারি ২০২২, ১০:২২ AM
প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস © সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। করোনার এমন ঊর্ধ্বগতি রোধে সরকারের নেয়া বিধিনিষেধের মধ্যেও সীমিত পরিসরে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাক-প্রাথমিকে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় মন্ত্রণালয়।

সূত্র জানায়, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে বর্তমানে যেভাবে শ্রেণি কার্যক্রম চলছে সেভাবেই চালিয়ে যাওয়ার। সভায় স্কুলপ্রধানদের প্রতিদিন শিক্ষার্থীদের তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকে শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও প্রাক-প্রাথমিকে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে অনলাইনে ক্লাসও চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বর্তমান রুটিন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন প্রথম শিফটে ক্লাস শুরু হয় সকাল পৌনে ১০টায়। তিনটি বিষয়ে ৪৫ মিনিট করে পাঠদান চলে। শেষ হয় ১২টা ৫ মিনিটে। তবে শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে শ্রেণিকক্ষে ঢুকতে হয়। দ্বিতীয় শিফটে ক্লাস শুরু হয় বেলা ১টা ১৫ মিনিটে। যা শেষ হয় বেলা ৩টা ৪৫ মিনিটে। তবে শিক্ষার্থীরা ক্লাসে ঢোকে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে।

আরও পড়ুন- এইচএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়নি

সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে কয়েকগুণ। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে ছড়ানো করোনার নতুন ধরন ওমিক্রনে নাকাল পুরো বিশ্ব। বাংলাদেশে প্রথম ওমিক্রন ধরা পড়ে নারী ক্রিকেট দলের দুই সদস্যের। নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে সফর শেষ করে আসার পরই তাদের শরীরে নতুন ভাইরাসের জীবাণু পাওয়া যায়। বর্তমানে সারাদেশে ৩০ জনের বেশি মানুষের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

করোনার প্রকোপ বাড়ায় সরকার নতুন করে ১১টি বিধিনিষেধ আরোপ করেছে। বিধিনিষেধে মাস্ক পরার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রয়োজনে জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা, সনদ দেখিয়ে হোটেলে খাওয়া দাওয়া, সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9