নোয়াখালীতে স্কুল শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা 

১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ AM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ফটো

নোয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ৪০ বছরের সেবাদানকারী শিক্ষক মো. মোফাজ্জলের রহমানকে অবসরজনিত বিদায় জানাতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের একটি হলরুমে শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা গুরুর বিদায়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকের দীর্ঘ কর্মজীবন, নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিদায়ী শিক্ষক তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রতিটি মুহূর্ত আমি আজীবন মনে রাখবো। এসময় তিনি তার কর্মজীবনের ভুল-ভ্রান্তির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।’

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক আ.ফা.ম ইসমাইল শিবলী, আল মদিনা একাডেমি স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী, বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ হোসাইন ধনু্, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষক) মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল করিম চৌধুরী জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফয়েজ আহমদ। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মো. মফিজুর রহমান, সহকারী শিক্ষক মো. লুৎফুল করিম সাহেদ, স্কাউটের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মো. দুলাল মিয়া, রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. মনজুর হোসেন ও প্রাক্তন ছাত্র ও অভিভাবক সদস্য মো. জামাল উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও যুব সংগঠক মাহবুবুর রহমান সোহাগের সার্বিক সহযোগিতায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএসসি-১৯৯৫ ব্যাচের প্রাক্তন ছাত্র মো. মোজাম্মেল হোসেন সহেল, ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন (বি.কম), ১৯৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্র মঞ্জুরুল হাসান মানিক, ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্র জাহিদুল ইসলাম মঞ্জু, ২০০৩ ব্যাচের প্রাক্তন ছাত্র সাজ্জাদুর রহমান মঞ্জু, ২০০৬ ব্যাচের প্রাক্তন ছাত্র মাহমুদুল হাসান রুবেল, ২০০৭ ব্যাচের প্রাক্তন ছাত্র আবুল বাশার সুমন, ২০১০ ব্যাচের প্রাক্তন ছাত্র ডা. সাইদুল ইসলাম নিপু, ২০১৫ ব্যাচের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক মাহমুদ ফয়সাল এবং ২০১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. নুর হাসানসহ আরো অনেকে। 

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষক মো. মোফাজ্জলের রহমান ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অবদান রাখা প্রয়াত সকল শিক্ষকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9