বিদ্যালয়ের নামে ‘বঙ্গবন্ধু’ জুড়ে দিয়েছিল আওয়ামী লীগ, ফিরল আগের নামে

‘কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়’ নাম পূর্ণবহাল করা হয়েছে
‘কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়’ নাম পূর্ণবহাল করা হয়েছে  © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটায় ‘বঙ্গবন্ধু’ নাম বাদ দিয়ে বিদ্যালয়ের পূর্বনাম ‘কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়’ পূর্ণবহাল করা হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরনের উপস্থিতিতে নতুন সাইনবোর্ড উন্মোচনের মধ্য দিয়ে নাম পুনর্বহাল করা হয়।

জানা গেছে, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার সময় বিদ্যালয়ের নাম ছিল কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে ১৯৯৮ সালে আওয়ামী লীগের সময়ে এটি ‘কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিবর্তন করা হয় এবং ১৯৯৯ সালে এমপিওভুক্ত হয়। তবে দীর্ঘ বছর পর বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

কেউ কেউ এটিকে রাজনৈতিক নিরপেক্ষতার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বঙ্গবন্ধুর নাম সরিয়ে ফেলার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে বেশিরভাগ বাসিন্দা মনে করেন, কুয়াকাটার নিজস্ব নাম ব্যবহারে আঞ্চলিক পরিচিতি আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন: বিএড কলেজগুলোর শিক্ষার মান যাচাইয়ে ‘বিশেষ’ কমিটি

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান যেন কোনো দলীয় রঙে রঞ্জিত না হয়, সে বিষয়টি মাথায় রেখে আমরা ঐতিহ্য ও আধুনিক শিক্ষার চেতনার সমন্বয় করতে চাই। কুয়াকাটা বিশ্বপরিচিত নাম — বিদ্যালয়ের নামেও সেই পরিচিতি থাকা উচিত।’

বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান।


সর্বশেষ সংবাদ