উপবৃত্তির টাকায় দেওয়া হচ্ছে গেস্ট টিচারের বেতন, বিপাকে দরিদ্র শিক্ষার্থীরা

০৪ জুলাই ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়

ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয় © টিডিসি ফটো

শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে নোয়াখালী সদর উপজেলার ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন ও বিদ্যুৎ বিল বাবদ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সে টাকায় দেওয়া হচ্ছে গেস্ট টিচারের বেতন।

তবে দাবি করা অর্থ না দিলে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ উপবৃত্তি পাওয়া দরিদ্র শিক্ষার্থীদের বেতন মওকুফ করার পরিপত্র জারি করা হয়েছে।

বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক দ্য ডেইলি ক্যাম্পাস কে অভিযোগ করে বলেন, চলতি বছরে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী উপবৃত্তি প্রাপ্ত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৭ মাসের বিদ্যুৎ বিল ও আইসিটি বিল বাবদ জনপ্রতি ৪২০ টাকা, ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট জনপ্রতি ৪৯০ টাকা, ৮ম শ্রেণির কাছ শিক্ষার্থীদের থেকে ৫৬০ টাকা ও ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৭০০ টাকা হারে কেটে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ ধার্যকৃত বেতন দিতে না পারলে প্রবেশ পত্র কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। 

এ ছাড়াও অভিযোগ রয়েছে, ২০২৫ সালে পূর্ববর্তী শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিকট সেশন ফি বাবত ১২০০ টাকা বোর্ড কর্তৃক নির্ধারণ করা থাকলেও অনেকের কাছ থেকে নেওয়া হয়েছে ১৫০০-১৭০০ টাকা।

তবে এসব অভিযোগ আমলে নিয়ে গতকাল (২ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদক সরেজমিনে ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ে গেলে ঘটনার সত্যতা মেলে। 

বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক অভিভাবক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার মেয়ের পূর্বের কোনো বকেয়া না থাকা সত্ত্বেও ৭ম থেকে ৮ম শ্রেণিতে সেশন ফি বাবদ ১২০০ টাকার জায়গায় ১৫০০ টাকা নেওয়া হয়েছে। কারো কারো কাছ থেকে ১৬-১৭’শ টাকা নেওয়া হয়েছে। এখন আবার উপবৃত্তি প্রাপ্তদের কাছ থেকে বিদ্যুৎ বিল,আইসিটি ও শিক্ষকদের বেতন দেওয়াসহ বিভিন্ন অজুহাতে টাকা নিচ্ছেন।’

বিদ্যালয়ের আরেকজন অভিভাবক বলেন, ‘আমরা দিনমজুর মানুষ। কোনোমতে ডাল-ভাত কয়টা খাই। এতো টাকা- পয়সা কোথায় পাই? স্কুলে টাকা-পয়সা একটু কম দিলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এভাবে যার থেকে যেমন ইচ্ছে সেভাবে টাকা নিচ্ছেন শিক্ষকরা। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে বেতন নেওয়া অর্থ ফেরত চাই’।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পর্যাপ্ত শিক্ষক সংকটের কারণে আমাদের অতিরিক্ত ৪ জন অতিথি শিক্ষক দিয়ে ক্লাস করানো হচ্ছে। এ বছর বিদ্যালয়ের ৫০০ ছাত্র-ছাত্রীর মধ্যে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতাভুক্ত হয়েছে। শিক্ষকদের বেতন ও আনুষঙ্গিক খরচাপাতির জন্য আমরা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে উক্ত টাকা গ্রহণ করা হচ্ছে।’ 

তবে সেশন ফি অতিরিক্ত নেওয়া হচ্ছে কেন সে বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, ‘বোর্ডের নির্দেশনা অনুযায়ী ১২০০ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে। পূর্ববর্তী ক্লাসে যাদের বকেয়া ছিল তাদের থেকে বাড়তি নেওয়া যেতে পারে।’ 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম আজাদ উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে কিছু অংশ বেতন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বিদ্যালয়ের ইলেকট্রিসিটি বিল আছে, গেস্ট টিচারদের বেতন আছে। সেটা সমন্বয় করতে পারছি না বিধায় নিচ্ছি। তবে যদি বোর্ডের নিয়মের বাহিরে হয় তাহলে আর নেব না’।


উল্লেখ্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে যে, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হয়েছে এবং তাদের কাছ থেকে কোনো অবস্থাতেই বেতন বা টিউশন ফি নেয়া যাবে না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হারে বেতন দেওয়া হবে, তবে শিক্ষার্থীদের থেকে সরাসরি বেতন আদায় করা যাবে না। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করে থাকে, তবে এটি সরকারের নির্দেশনা অমান্য করা হবে এবং এ বিষয়ে অভিযোগ করা যেতে পারে।

মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9