প্রাথমিকে আজ থেকে ফের শিক্ষক বদলির আবেদন

আজ থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে
আজ থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে  © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে অনলাইনে বদলির আবেদন। শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‌এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) নেতারা বুধবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান।

এ সময় ইরাবের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। ফরিদ আহাম্মদ বলেন, অনলাইনে শিক্ষক বদলির আবেদন নেওয়া হয়েছে এবারই প্রথম। প্রায় ২৫ হাজার আবেদন পড়েছিল। ২৩ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

আরো পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

তিনি জানান, বৃহস্পতিবার থেকে আবারও অনলাইনে বদলির আবেদন শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। ২৭ ডিসেম্বরবদলি সংক্রান্ত আদেশ জারি করা হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!