ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন মালয় বিশ্ববিদ্যালয়ে

১৮ আগস্ট ২০২২, ১১:১০ PM
মালয় বিশ্ববিদ্যালয়

মালয় বিশ্ববিদ্যালয় © সংগৃহিত

ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মালয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট ২০২২৷ 

মালয় বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত। ২০২২ সালের কিউএস র‌্যাংকিং এ  বিশ্বে ৬৫ তম অবস্থান দখল করেছে এই বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রায় ৫৫০ টিরও বেশি ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে মালয় বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন বিশ্বসেরা স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটিতে

সুযোগ-সুবিধাসমূহঃ- 
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড’ এর আওতায় পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। 

• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
• আবাসন ফি প্রদান করা হবে। 
• জীবনযাত্রার খরচ প্রদান করা হবে। 

বিষয়সমূহঃ- 
(১) ইসলামিক স্টাডিজ। 
(২) মালয় স্টাডিজ। 
(৩) পরিবেশ। 
(৩) ভাষা এবং ভাষাবিজ্ঞান। 
(৪) ফার্মেসি। 
(৫) অর্থনীতি এবং প্রশাসন।  
(৬) প্রকৌশল। 
(৭) শিক্ষা। 
(৮) দন্তচিকিৎসা।  
(৯) বিজনেস এন্ড অ্যাকাউন্টিং।
(১০) মেডিসিন।
(১১) বিজ্ঞান। 
(১২) কম্পিউটার বিজ্ঞান। 
(১৩) ক্রিয়েটিভ আর্টস।  
(১৪) আইন নিয়ে।

আবেদনের যোগ্যতাঃ- 
(১) যেকোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 
(২) স্নাতকোত্তর স্কলারশিপের জন্য স্নাতকে ন্যূনতম ৩.০ সিজিপিএ থাকতে হবে। 
(৩) পিএইচডি-র ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রির সনদপত্র জমা দিতে হবে। 
(৪) ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ- 
(১)একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
(২) একটি জীবনবৃত্তান্ত বা সিভি।
(৩) রেফারেন্স লেটার।
(৪) একটি গবেষণা পরিকল্পনা। 

আবেদন করতে ক্লিক করুন https://maya.um.edu.my/sitsvision/wrd/siw_lgn 

স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত জানতে ক্লিক করুন https://aasc.um.edu.my/universiti-malaya-student-financial-aid

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9