স্কলারশিপ নিয়ে স্নাতক পড়ুন যুক্তরাষ্ট্রের ফাইফার ইউনিভার্সিটিতে

ফাইফার বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
ফাইফার বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র  © সংগৃহীত

স্নাতকে আংশিক স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইফার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি।

‘ফাইফার আন্ডারগ্র্যাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মেরিট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের প্রতি বছর সর্বোচ্চ ২৪ হাজার ডলার পর্যন্ত প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ লক্ষ ৫০ হাজার টাকা। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন।

ফাইফার ইউনিভার্সিটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা রাজ্যে অবস্থিত একটি বেসরকারী প্রতিষ্ঠান। মোট ২৫ টি মৌলিক বিষয়ে স্নাতক খোলা রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীরা যে কোনো বিষয় নিয়ে স্নাতক পড়তে পারবেন।
* প্রতি বছর শিক্ষার্থীদের সর্বোচ্চ ২৪ হাজার ডলার পর্যন্ত প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ লক্ষ ৫০ হাজার টাকা।

যোগ্যতার মানদণ্ড

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* স্কলারশিপের ক্ষেত্রে ফলাফলকে প্রাধান্য দেয়া হয়।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ