বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হংকংয়ের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

১১ আগস্ট ২০২১, ১০:০৫ PM
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হংকংয়ের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হংকংয়ের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ © ফাইল ছবি

২০২২ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ ঘোষণা করেছে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি। বৃত্তিটিতে সম্পূর্ণরূপে অর্থায়িত এবং আংশিক অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনের পর যোগ্যতার ভিত্তিতে বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

এতে শিক্ষার্থীরা স্নাতক ও ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি হংকংয়ের কওলুনে অবস্থিত। বৃত্তিটির জন্য আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

সুযোগ সুবিধাসমূহ

* শীর্ষস্থানীয় বৃত্তির মূল্য ১,৮০,০০০ হংকং ডলার যা ক্যাম্পাসে বাসস্থান, বার্ষিক টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ কভার করার জন্য প্রযোজ্য হবে।
* সম্পূর্ণ টিউশন ফি বৃত্তি বার্ষিক টিউশন ফি খরচ কভার।
* একইভাবে নিম্ন বর্ণিত পরিচয় থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৩০,০০০ হংকং ডলার অনুদান দেয়া হবে।
* বৃত্তি পুরস্কার বার্ষিক টিউশন ফি অর্ধেক অথবা সম্পূর্ণ কভার করবে।

আবেদনের যোগ্যতা: সিটি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদন করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে-

* আবেদনকারীদের অবশ্যই হাই স্কুল থেকে একটি সার্টিফিকেট থাকতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই অসামান্য একাডেমিক রেকর্ড এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করতে হবে।
* তাদের অবশ্যই হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সের জন্য ভর্তি হতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ সকল দেশ।

আবেদন পদ্ধতি: আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ১৫, ২০২১

জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬
রাকিব তোমাকে আমরাই পরিকল্পিতভাবে পরাজিত করেছি: ফারুক হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
রইলো বাকি এক কেন্দ্র, জয়ের পথে কতটা ব্যবধান বাড়াল শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই …
  • ০৭ জানুয়ারি ২০২৬
নাট্যকলা-চারুকলা-সঙ্গীতসহ ৯টিতে এগিয়ে ছাত্রদল, শিবির এগিয়ে …
  • ০৭ জানুয়ারি ২০২৬