নারী শিক্ষার্থী © সংগৃহীত
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতরের অনগ্রসর শিক্ষার্থীদের মেধা বৃত্তির টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) অর্থ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৯৮ জন বৃদ্ধি করে মোট ৪৫ হাজার ৩৩৮ জনে উন্নীত করা হয়। অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি মাসিক হার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে যথাক্রমে ৭০০ টাকা, ৮০০ টাকা, ১০০০ টাকা এবং ১২০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে মোট ৫ হাজার ৪৯০ জন অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।
এতে আরও বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে ৩৬ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৩৫ লক্ষ ৮১ হাজার ৯০০ জন মাসিক ৯০০ টাকা হারে এবং ১৮ হাজার ১০০ জন মাসিক ১০০০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পাবেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৩৪ লক্ষ ৫০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।
অন্যদিকে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তির মাসিক হার ৫০ টাকা বৃদ্ধি করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে যথাক্রমে ৯৫০ টাকা, ১০০০ টাকা, ১১০০ টাকা এবং ১৩৫০ টাকায় উন্নীত করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।