স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তুরস্কে, আবেদন করুন দ্রতই

তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই
তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে  তুরস্কের সাবান্সি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ মে ২০২৫। 

সাবান্সি বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত। উচ্চশিক্ষার মানদণ্ডে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার বৈশ্বিক র‍্যাঙ্কিং ৩৫১-৪০০-এর মধ্যে। শিক্ষার মান ও গবেষণার গুণগত মান বজায় রেখে এটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে তিনটি মূল অনুষদ রয়েছে। অনুষদ ৩টি হলো: প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সাবানসি বিজনেস স্কুল। এ ছাড়াও, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি আলাদা ভাষাস্কুলও রয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুযোগ সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ কভার করা হবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

*বিনা মূল্যে আবাসনসুবিধা দেবে;

*গবেষণা ভাতা প্রদান করবে;

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভাল থাকতে হবে;

*প্রার্থীদের পছন্দের প্রোগ্রামে সাবান্সি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে;

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মে ২০২৫।


সর্বশেষ সংবাদ