উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়

৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
এনএল স্কলারশিপে (হল্যান্ড স্কলারশিপ) স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস

এনএল স্কলারশিপে (হল্যান্ড স্কলারশিপ) স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস © প্রতীকী ছবি

বিদেশে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ উত্তর-পশ্চিম ইউরোপের নেদারল্যান্ডস (হল্যান্ড)। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটি শেনঝেনভুক্ত এবং ইউরোপের প্রায় সবগুলো দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। এ ছাড়া নেদারল্যান্ডসের আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা এবং উচ্চশিক্ষার খরচ—সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি বেশ জনপ্রিয়।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দেশটি। এ স্কলারশিপের কেতাবি নাম ‘এনএল স্কলারশিপ (হল্যান্ড স্কলারশিপ)’। নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় এ স্কলারশিপে অর্থায়ন করে থাকে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। 

সুযোগ-সুবিধা—

জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী নেদারল্যান্ডস। তাই দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া হল্যান্ড এনএল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো প্রদান করা হয়।

আরও পড়ুন: শতভাগ স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করুন থাইল্যান্ডে, আইএলটিএসে ৬ হলেই আবেদন

অধ্যয়নের বিষয়সমুহ—

কম্পিউটারবিজ্ঞান, পর্যটন, প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।

যেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ—

দেশটির গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিতবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। গবেষণার মধ্যে ইরাসমুস ইউনিভার্সিটি অব রটেনডাম, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, মাস্ট্রিচ ইউনিভার্সিটি, রাডবউড বিশ্ববিদ্যালয় ও টিলবার্গ বিশ্ববিদ্যালয়।

আবেদনের যোগ্যতা—

*ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে। 
*ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। 
*নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ স্কলারশিপে আবেদন করা যাবে না।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
  • ১২ জানুয়ারি ২০২৬
মোসাব্বির হত্যা: ৩ আসামি রিমান্ডে, একজনের দোষ স্বীকার
  • ১২ জানুয়ারি ২০২৬
আমার ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে, তাইলে এই মেডিকেল কলে…
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের পেছাল ব্রাকসু নির্বাচন
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9