পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে হংকং, থাকছে বার্ষিক বৃত্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩৭ AM
সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে হংকং। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।
২০০৯ সালে হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০ টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ আবেদনকারীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবেঃ-বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেইসাথে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষা।
শিক্ষার্থীরা নিম্নলিখিত আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে যোগদান করতে পারবেঃ-
১. সিটি ইউনিভার্সিটি অফ হংকং।
২. হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়।
৩. লিংনান বিশ্ববিদ্যালয়।
৪. চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং।
৫. হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয়।
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি।
৭. হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. হংকং বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধাঃ-
* ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে।
* একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
এছাড়াও অধ্যায়নরত বিশ্ববিদ্যালয়গুলি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে।
আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স, বছরে থাকছে ১৭ লাখ টাকা
যোগ্যতাসমুহঃ-
যেসকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা সদ্য স্নাতকোত্তর শেষ করেছে এবং ফুল-টাইম পিএইচডি হিসাবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে ।
* প্রাতিষ্ঠানিক অসাধারনতা।
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ আইইএলটিএস। তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই আইইএলটিএস এর প্রয়োজন নেই।
* গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে।
* যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
* নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ-
আবেদনকারীদের অনলাইনে মাধ্যমে হংকং পিএইচডি-র জন্য একটি প্রাথমিক আবেদন করতে হবে।
আবেদন করতে এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন