এসএমই ফাউন্ডেশনের গবেষণা সহায়তা অনুদান

১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
এসএমই ফাউন্ডেশনের লোগো

এসএমই ফাউন্ডেশনের লোগো © সংগৃহীত

এসএমই ফাউন্ডেশন হতে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণাপত্র আহ্বান করেছে। প্রার্থীদের নিকট থেকে প্রাপ্ত গবেষণাপত্র থেকে চূড়ান্তভাবে নির্বাচিত গবেষণাপত্রগুলো ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব এসএমই ডেভেলপমেন্ট শীর্ষক জার্নালে প্রকাশ করা হবে। নির্বাচিত গবেষণাপত্রে জন্য এসএমই গবেষণা সহায়তা অনুদান প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

গবেষণার বিষয়

*পলিসিস অ্যান্ড ইনস্টিটিউশনস;
*এসএমই ক্লাস্টার ডেভেলপমেন্ট;
*এসএমই ভ্যালু চেইন অ্যানালাইসিস;
*অন্ট্রাপ্রেনিউয়ারশিপ অ্যান্ড ইনোভেশন;
*ওমেন অন্ট্রাপ্রিনিউয়ারশিপ;
*গ্রিন বিজনেস’
*অ্যাকসেস টু ফিন্যান্স ফর ইকোনমি;
*টেকনোলজি/আইসিটি ফর এসএমই;
*ফার্ম ক্যাপাবিলিটিজ;
*ইন্ডাস্ট্রিয়াল সাব-কন্ট্রাকটিং;
*ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড মার্কেট কমপিটিটিভনেস অব এসএমই;
*ব্র্যান্ডিং অব এসএমই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস;

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৯৩ লাখ টাকার ফেলোশিপ

গবেষণা অনুদানের পরিমাণ

ইন্টারন্যাশনাল জার্নাল অব এসএমই ডেভেলপমেন্টের এডিটোরিয়াল বোর্ডের মাধ্যমে গবেষণাপত্র নির্বাচন করার পর নির্বাচিত গবেষণাপত্রের জন্য সংশিষ্ট গবেষককে গবেষণাপত্রের বিষয়বস্তু ও মান বিবেচনায় ন্যূনতম ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) থেকে ১,০০,০০০ (এক লক্ষ টাকা) গবেষণা সহায়তা অনুদান প্রদান করা হবে।

শর্তাবলি

*যেসব গবেষণাপত্র ইতোমধ্যে অন্য কোনো বই বা জার্নালে প্রকাশিত হয়েছে বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত অর্থায়নের ভিত্তিতে গবেষণা প্রকল্প হিসেবে কাজ করা হয়েছে সেই গবেষণাপত্র দাখিল করা যাবে না;
*গবেষণাপত্রের সঙ্গে সংশিষ্ট গবেষকের জীবনবৃত্তান্তের বিস্তারিত প্রেরণ করতে হবে;

আরও পড়ুন: এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরালে গবেষণা বৃত্তি দিচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

আবেদনের শেষ তারিখ

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গবেষণাপত্রের হার্ড কপি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসএমই ফাউন্ডেশনে প্রেরণ করতে হবে এবং সফট কপি info@smef.gov.bd, abu syed@smef.gov.bd, asia.popsi@smef.gov.bd ঠিকানায় ইমেইল করতে হবে;

অনুদান সম্পর্কিত অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রায় এক তৃতীয়াংশ আসনে চ্যালেঞ্জের মুখে ধানের শীষ
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬