বিদেশে উচ্চশিক্ষা: কানাডায় আসার আগে করনীয় বিষয়সমূহ

কানাডায় আসার আগে করনীয় বিষয়সমূহ
কানাডায় আসার আগে করনীয় বিষয়সমূহ   © সংগৃহীত

আপনি যদি কানাডায় আসতে চান তাহলে প্রথমেই আপনাকে কানাডা সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। আপনি আসলেই এদেশে থাকতে পারবেন কিনা। কানাডাতে আপনাকে অনেক কষ্ট করতে হবে সেটা আপনি করতে পারবেন কিনা। আবহাওয়া আপনার জন্য কতোটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এসব বিষয়গুলো জেনে কানাডায় আসার সিদ্ধান্ত নেওয়া ভালো। এদেশে আসলে কিছু বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। 

১. কাজ পেতে অনেক সময় লাগতে পারে। আগে এতোটা কঠিন ছিল না। তবে চেষ্টা করলে পাবেন ইনশাআল্লাহ। 

২. প্রায় চার-পাঁচ মাস ঠান্ডা আবহাওয়া থাকে। দুই-এক মাস স্নো পড়ে। আসার আগে কোন প্রভিন্সে একটু আবহাওয়া ভালো থাকে সেটা জেনে নেওয়া ভালো। টরন্টোর আবহাওয়া মোটামুটি ভালো থাকে। কিছু প্রভিন্সে মারাত্মক ঠান্ডা থাকে। এটা মাথায় রাখতে হবে। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা সয়ে যাবে। তেমন কোনো সমস্যা হয় না। যদি আপনি আসার পর কিছুটা সেটেল্ড হলে একটু কষ্ট করে একখানা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নেন, তাহলে আপনার কষ্ট মনে করেন অর্ধেক কমে গেছে। 

৩. আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে আসা অধিকাংশ বাঙালি স্বাস্থ্যসেবার বদনাম করেন। বিষয়টা মাথায় রাখবেন। বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন রকম সুবিধা থাকতে পারে ইনস্যুরেন্স অনুযায়ী। আর একটা বিষয় নাগরিক, স্টুডেন্ট বা অন্যান্য স্ট্যাটাসের মানুষের স্বাস্থ্য বেনিফিটস সমান না প্রভিন্সের ইনস্যুরেন্সের ধরণ অনুযায়ী হয়ে থাকে।

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার জীবনে যে পরিমাণ কানাডার স্বাস্থ্যসেবা হেল্পফুল হয়েছে তা আমার স্বপ্নের বাইরে। এর চেয়ে বেশি ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই। সব নাগরিকের জন্য সমান সুবিধা থাকে। 

স্টুডেন্টদের যে হেলথ ইনস্যুরেন্স থাকে সেখানে কিছু কিছু টিট্রমেন্ট কভার করে না আমার বাঙালি ট্যালেন্ট স্টুডেন্টদের কাছে শুনেছি। কি কি চিকিৎসা কভারেজ পাওয়া যায় সেগুলো সম্পর্কে স্টুডেন্টদের আগেই ধারণা থাকা ভালো। 

৪. বর্তমানে টরন্টোতে বাসা ভাড়া ও জিনিসের দাম বেশি। সেটা মাথায় রাখতে হবে। এখানে আসার পর কোন ধরণের accommodation আপনার জন্য সুবিধা হবে সেটা আগেই চিন্তা করে নিতে হবে। অন্য কোনো প্রভিন্সে খরচ কম কিনা সেটা যাচাই করে নেবেন। 

তবে আসার পর আপনার শ্রম ও মেধা দিয়ে দুইজন মিলে কাজ করলে ভবিষ্যতে একটা বাড়িও কিনতে পারবেন। আমরা কিনেছি। দেশ থেকে একটা পেনি আনি নি। 

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন হল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, থাকছে ৫ লাখ টাকা

৫. যেকোনো কাজ করার মানসিকতা নিয়ে আসবেন। না হলে টিকে থাকা মুশকিল হবে। ভালোর মধ্যে এখানে পাবেন অনেক বিষয় যা আপনাকে অভিভূত করবে। সন্তানের ভালো ভবিষ্যৎ হবে।

লেখক, কাজী হালিমা আফরিন টরন্টো, কানাডা।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence