জাপানে উচ্চশিক্ষা: দিতে হবে যেসব পরীক্ষা

জাপানে উচ্চশিক্ষা
জাপানে উচ্চশিক্ষা  © সংগৃহীত

যারা বিদেশে লেখাপড়া করতে চান তাদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য হতে পারে জাপান। বর্তমানে বাংলাদেশের বহু শিক্ষার্থীই উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে সূর্যোদয়ের দেশ জাপানে। জাপানের শিক্ষাব্যবস্থা, উন্নত জ্ঞান ও প্রযুক্তির কারণে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া জাপানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু একাডেমিক কৃতিত্বের নয় শিক্ষার্থীদের মানব উন্নয়নেও ভূমিকা রাখে।

জাপানে রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাপনের জন্য উপযুক্ত পরিবেশ। রয়েছে স্বাস্থ্যবিমাসহ কম খরচে উন্নত চিকিৎসার সুযোগ। কম অপরাধপ্রবণ ও গণপরিবহনের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত দেশ হচ্ছে জাপান।

চলুন জেনে নিই জাপানে উচ্চশিক্ষার জন্য কি কি পরীক্ষা দিতে হয়

জাপানে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এক্সামিনেশন ফর জাপানিজ ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট-ইজেইউ, জাপানি ভাষার দক্ষতা পরীক্ষা-জেএলপিটি, ইউনিফাইড/কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষাসহ কয়েকটি পরীক্ষার মধ্যে একটি দিতে হয়।

(১) ইজেইউ পরীক্ষা
জাপানের বিশ্ববিদ্যালয়গুলোয় আন্ডারগ্র্যাজুয়েটে অধ্যয়ন করতে চাইলে শিক্ষার্থীদের ‘এক্সামিনেশন ফর জাপানিজ ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট-ইজেইউ’ পরীক্ষা দিতে হয়। এটি আন্ডারগ্র্যাজুয়েটে অধ্যয়নের অন্যতম একটি পরীক্ষার পদ্ধতি। বিজ্ঞানের প্রাথমিক একাডেমিক জ্ঞান, জাপান, বিশ্ব এবং গণিতের জ্ঞান পরিমাপের জন্য এ পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষা বছরে দুবার হয়। এ পরীক্ষায় পাওয়া স্কোরের মেয়াদ থাকে দুই বছর।

জাপানের মোট ৪৭৯টি বিশ্ববিদ্যালয়ে কেউ পড়তে চাইলে আবেদনের ইজেইউ স্কোর জমা দিতে বলে। প্রতিবছর জুন ও নভেম্বরে এ পরীক্ষা হয়। ভারতের নয়াদিল্লিসহ বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানে অধ্যয়নের জন্য খরচ 2022 আপডেট দেখুন:  বর্তমান স্কুল নিউজ

(২) জেএলপিটি পরীক্ষা
জেএলপিটি দেশটিতে ভর্তির জন্য আবেদনকারী বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষার দক্ষতা পরিমাপের একটি পরীক্ষা। জাপানি ভাষার অক্ষর, শব্দভান্ডার ও ব্যাকরণ সম্পর্কে আবেদনকারী কতটা জানেন এবং এ ভাষায় যোগাযোগের জ্ঞান তাঁদের কতটা, সেটা যাচাই করা হয় এ পরীক্ষায়। এ পরীক্ষা প্রতিবছরের জুলাই ও ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। জাপান ছাড়াও পরীক্ষাটি বিশ্বের ৯৬টি দেশে অনুষ্ঠিত হয়।

(৩) ইউনিফাইড/কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা
এ পরীক্ষা জাপানি শিক্ষার্থীদের জন্য। এ পরীক্ষা স্নাতক স্তরে দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে শিক্ষার্থীদের এ পরীক্ষা দিতে হয়। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ পরীক্ষা দিতে হয় না। কিন্তু কিছু প্রোগ্রামে প্রধানত মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য এটির প্রয়োজন হতে পারে।

(৪) ইংরেজিতে দক্ষতার পরীক্ষা
বেশির ভাগ জাপানি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ইংরেজি দক্ষতার প্রমাণ প্রয়োজন। শিক্ষার্থীদের টোয়েফেল, আইইএলটিএস, টোইক বা আইকেনের স্কোর জমা দিতে হতে পারে।

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনের বিশ্ববিদ্যালয়ে

জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো হলোঃ- 
* তোহকু বিশ্ববিদ্যালয়
* টোকিও বিশ্ববিদ্যালয়
* ওসাকা বিশ্ববিদ্যালয়
* টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি
* কিয়োটো বিশ্ববিদ্যালয়
* কিউশু বিশ্ববিদ্যালয়
* হোক্কাইডো বিশ্ববিদ্যালয়
* নাগোয়া বিশ্ববিদ্যালয়
* সুকুবা বিশ্ববিদ্যালয়
* ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনির্ভাসিটি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence