জেনে নিন যুক্তরাষ্ট্রের সেরা ১০ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 

জেনে নিন যুক্তরাষ্ট্রের সেরা ১০ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 
জেনে নিন যুক্তরাষ্ট্রের সেরা ১০ প্রকৌশল বিশ্ববিদ্যালয়   © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি দেশ যুক্তরাষ্ট্র। কারণ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। যা প্রায় সব সময়ই প্রথম সারিতে অবস্থান করে থাকে। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে দেশটি।

এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশী শিক্ষার্থীরাও। যুক্তরাষ্ট্রে রয়েছে বিভিন্ন বহুজাতিক সংস্থা, প্রযুক্তিপ্রতিষ্ঠান, গবেষণাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানে চাকরির নানা সুযোগ। এছাড়া পড়ালেখা ও গবেষণায় ভালো করলে বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার পাওয়া যায়।
 
সম্প্রতি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট-২০২৩ এ গবেষণা কার্যকলাপ, অনুষদ, শিক্ষার্থীর সংখ্যা, একাডেমিক সাফল্য বিবেচনা করে ২২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর জরিপ করে শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করেছে। আজ আমরা সেই তালিকায় জায়গা করে নেওয়া যুক্তরাষ্ট্রের সেরা দশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো। 

১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
আসলে সবাই জানেন এমআইটি বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় ১ নম্বরে রয়েছে। প্রায় ২ হাজার ৮০০ শিক্ষার্থী স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। এখানে ইঞ্জিনিয়ারিংয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ৭৫ ডলার করে। এখানে পড়াশোনার টিউশন ফি ৫৭ হাজার ৫৯০ ডলার।

২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন শিক্ষার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থী উভয়ের জন্য আবেদন ফি ১২৫ ডলার করে। টিউশন ফি প্রতিবছর শিক্ষার্থীদের দিতে হয় ৬৬ হাজার ২৯৭ ডলার করে। বিশ্বের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী ভর্তি হন।

৩. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে–তে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ার সুযোগ আছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অপারেশনস রিসার্চ, ফলিত বিজ্ঞান, প্রযুক্তিসহ আটটি বিষয়ের একটিতে ডিগ্রি সম্পন্ন করতে পারেন।

৪. পারডু ইউনিভার্সিটি
আমেরিকার পারডু ইউনিভার্সিটিতে ভর্তিতে মার্কিন নাগরিকদের জন্য ফি কম। নিজ দেশের বাসিন্দাদের জন্য ৬০ ডলার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৭৫ ডলার ভর্তি ফি। টিউশন ফি প্রতিবছরে ১০ হাজার ৮৪২ ডলার। যে অঙ্গরাজ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠান, সেই রাজ্যের শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এ অঙ্গরাজ্যের বাইরের শিক্ষার্থীদের প্রতিবছর ২৯ হাজার ৬৪৪ ডলার।

৫. কার্নেগি মেলন ইউনিভার্সিটি (কার্নেগি)
কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে ২১ জন শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা কোর্সভিত্তিক বা গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রি ও পিএইচডি করতে পারেন।

৬. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি শিক্ষাপ্রতিষ্ঠানটি অন্য এক জরিপে আছে ৫ নম্বরে। ইউনিভার্সিটিতে মেডিকেল ফিজিকস থেকে শুরু করে মহাকাশ প্রকৌশলসহ বিভিন্ন প্রকৌশল কোর্সে শিক্ষার্থী ভর্তি করে। এ বিশ্ববিদ্যালয়ে ২০টির মতো বিশেষায়িত বিষয়ে পড়ার সুযোগ আছে। এগুলোর মধ্য টেক ইঞ্জিনিয়ারিং, শিল্প প্রকৌশল এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর চাহিদা বেশি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনা, সঙ্গে থাকছে ৩৭ লাখ টাকা

৭. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষার্থীদের জন্য প্রকৌশল বিষয়ে পৃথক ও আকর্ষণীয় নানা কোর্স আছে। শিক্ষার্থীরা এক বছরে বিজ্ঞানে স্নাতকোত্তর অথবা দুই বছরে অ্যারোনটিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকৌশল ডিগ্রি নিতে পারেন। এ বিশ্ববিদ্যালয়ে পড়তে মার্কিন শিক্ষার্থীদের জন্য ফি ৭৫ ডলার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফি ১০০ ডলার।

৮. মিশিগান বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব মিশিগান-অ্যান আর্বর শিক্ষাপ্রতিষ্ঠানটি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী ৭ নম্বরে আছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে মার্কিন নাগরিকদের জন্য আবেদন ফি ৭৫ ডলার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ ফি ৯০ ডলার। এ শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি প্রতিবছরে ২৯ হাজার ৪৬৬ ডলার।

৯. ইউনিভার্সিটি অব টেক্সাস
ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রকৌশল বিদ্যায় পড়ানোর জন্য ৩২৮ জন পূর্ণ সময়ের অনুষদকর্মী রয়েছেন। আমেরিকানদের জন্য আবেদন ফি ৬৫ ডলার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তা ৯০ ডলার। টিউশন ফি ১০ হাজার ৫৫৪ ডলার প্রতিবছরে দেবেন যাঁরা নিজে দেশের। আর বিদেশি শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে গুনতে হবে ১৯ হাজার ৩২০ ডলার।

১০. টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি
ইঞ্জিনিয়ারিংয়ে ১৪৮ তম স্থানে রয়েছে টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীরা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ওশোন ইঞ্জিনিয়ারিং, হেলথ ফিজিক্সসহ বিভিন্ন প্রোগ্রামে স্নাতক পড়তে পারবেন।


সর্বশেষ সংবাদ