জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ।

রবিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রবিবার এই ফলাফল প্রকাশি করা হয়। এ পরীক্ষায় মোট ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

পড়ুন: ঢাবির ‘খ’ ইউনিটে ১১১টি আসন খালি, প্রার্থী আহবান

প্রকাশিত ফলাফলে ৮৮ হাজার ৪২৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সন্ধ্যা ৭টা থেকে এই ফলাফল পাওয়া যাবে।

প্রসঙ্গত, মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা বিগত ২৯ সেপ্টেম্বর শেষ হয়। আর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা বিগত ০৪ নভেম্বর তারিখ শেষ হয়েছে।

আরও পড়ুন:

সব শিক্ষার্থীর অর্নাস করার দরকার নেই: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করবেন যেভাবে
অটোপাস হলেও পরীক্ষা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
সাবজেক্ট পায়নি ডাবল জিপিএ-৫ পাওয়া ভর্তিচ্ছুরাও
শিক্ষাব্যবস্থায় অসঙ্গতি রয়েছে: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

শিক্ষার্থীদের ডিভাইস দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিদেশে উচ্চশিক্ষা— দমে যাননি ইমরান


সর্বশেষ সংবাদ