আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা দশে বাংলাদেশি হাফেজ

  © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ তাওহিদুল ইসলাম দশম স্থান অর্জন করেছেন। ৭০ দেশের হাফেজদের অংশগ্রহণে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আলজেরিয়ার আবু বকর।

গত শুক্রবার রাতে দুবাইয়ের কালচারাল অ্যান্ড সাইন্টিফিক অ্যাসোসিয়েশন হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।

এর আগে তাওহিদুলসহ অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। এসময় তিনি তাদের কোরআন তেলওয়াতের প্রশংসা করেন।

আয়োজক কমিটির সদস্য খালেদ আল জাহিদ বলেন, বাংলাদেশের প্রতিযোগীরা বরাবরই এই প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে, যারা বিজয়ী হয়েছেন সবাইকে ধন্যবাদ।

হাফেজ তাওহিদুল ইসলাম ঢাকার মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র। ২০০৮ সালে হিফজুল কোরআন শেষ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence