এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল  © ফাইল ছবি

এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমসি এন্টারপ্রাইজ তামিমকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ার কথা জানায়।

কোম্পানিটির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার শামীম রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে দেশের প্রথম ও একমাত্র ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত।”

তামিম ইকবাল বলেন, ‘এসএমসি প্লাস বাংলাদেশের প্রথম ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক। আমি নিজে যেহেতু একজন স্পোর্টসম্যান এবং শরীরকে সব সময় রিহাইড্রেটেড রাখতে সচেষ্ট থাকি। তাই এমন একটা পণ্যের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে যা প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটসে সমৃদ্ধ এবং শরীরের পানিশুন্যতা, ক্লান্তি দূর করতে কাজ করে।’

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মার্কেটিং ডিভিশনের জেনারেল ম্যানেজার খন্দকার শামীম রহমান জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে বাংলাদেশের প্রথম এবং একমাত্র ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পেয়ে আমরা গর্বিত। এসএমসি গত ৪৬ বছর ধরে বাংলাদেশের একটি আইকনিক ব্র্যান্ড যা ওরসালাইন-এন এর মাধ্যমে লাখ লাখ জীবন বাঁচিয়েছে।


সর্বশেষ সংবাদ