ভলান্টিয়ার ফর বাংলাদেশ

ব্রিটেনের রাণীর স্বীকৃতি পেলেন করভী

করভী রাখসান্দ
করভী রাখসান্দ  © ফেসবুক থেকে সংগৃহীত

ব্রিটেনের রাণীর বিশেষ সম্মাননা পয়েন্টস্ অব লাইট স্বীকৃতি পেয়েছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।

আজ রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন।

করভী রাখসান্দের ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, ‘মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের করভী রাখসান্দকে তাঁর ব্যতিক্রমী কাজের সম্মানে ১৮১তম কমনওয়েলথ পয়েন্টস্ অফ লাইট হিসাবে স্বীকৃতি দিয়েছেন।

আরও পড়ুন: কানাডা ও জার্মানির ভিসা কার্যক্রম চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

পয়েন্টস্ অফ লাইট সম্মাননায় সেই সকল বিশিষ্ট স্বেচ্ছাসেবী ব্যক্তিরা ভূষিত হন যারা তাঁদের নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনন্য অবদান রাখছেন। করভী ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবায় অংশ নিতে বিশেষ সহায়তা করছেন। দেশের প্রায় ৫০টি জেলায় এসব উদ্যমী তরুণরা বরাবরই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।

ধন্যবাদ আমাদের সকল ভলান্টিয়ারকে। তাদের সক্রিয় অংশগ্রহণের কারণেই এটি সম্ভব হয়েছে, যার জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ।’

এ ছাড়া ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পয়েন্টস্ অফ লাইট সম্পর্কে আরও জানতে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের ঠিকানাও যুক্ত করে দেওয়া হয়েছে করভী রাখসান্দের ফেসবুক পেজে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence