মাইক্রোসফট ছেড়ে উদ্যোক্তা, প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড লাভ

তাজিন শাদিদ
তাজিন শাদিদ  © সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে এ বছর বিশ্বের মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন সামাজিক উদ্যোক্তা তাজিন শাদিদ। সামাজিক উন্নয়ন খাতে অসামান্য অবদান ও অঙ্গীকারের জন্য বাংলাদেশ ভিত্তিক সামাজিক উদ্যোগ ‘স্পৃহা বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাজিন এ পুরস্কার পেয়েছেন।

হিউম্যান সেন্টারড ডিজাইন প্র্যাকটিশনার হিসেবে প্রায় ২০ বছর ধরে কর্মরত তাজিন শাদিদ মাইক্রোসফট সদর দপ্তরে সিনিয়র ডিজাইন স্ট্র্যাটেজিস্ট পদে ১০ বছর কাজ করেছেন। ২০১৫ সালে তিনি মাইক্রোসফট ছেড়ে দেশে চলে আসেন এবং স্পৃহা বাংলাদেশের কাজে সার্বক্ষণিক নিযুক্ত হন।

দেশে নিম্নবিত্ত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিয়ে থাকে স্পৃহা বাংলাদেশ। স্বনির্ভর সামাজিক উদ্যোগও তৈরি করছে স্পৃহা, যা উন্নততর মানবিক প্রয়োজন মেটাতে অবদান রেখেছে।

উদ্ভাবনের সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত তাজিন সবার জন্য সীমাহীন সুযোগ লালনকারী বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কভিড-১৯ মোকাবিলায় ‘আমার ল্যাব’, ‘নিওফার্মার্স’, ‘স্পাইডার ডিজিটাল’, ‘চলো সবাই’, ‘দ্রুত সেবা’সহ আরও বেশ কয়েকটি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসের সহ-প্রতিষ্ঠাতা তিনি। 

প্রসঙ্গত, ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ ২০১১ সালে প্রবর্তন করে গ্লোবাল ওয়াশিংটন। এরপর থেকে প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিশ্ব উন্নয়ন সম্প্রদায়ের মধ্যে থাকা ব্যক্তিদের এই আজীবন সম্মাননা দেওয়া হয়।

এ বছর তাজিন শাদিদ এ পুরস্কার পেলেন। এর আগে ৯ জন এ পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস সিনিয়র, মাইক্রোসফটের সাবেক সিনিয়র পরিচালক আখতার বাদশা, ঘানার অ্যাশেসি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্যাট্রিক আউয়াহ, দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রকল্পের প্রতিষ্ঠাতা বিল নিউকোম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence