জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার হওয়ার সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:০০ AM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:০০ AM
জাতিসংঘের ১০ এর অধিক ভিন্ন ভিন্ন দক্ষতার ক্ষেত্রে অনলাইন ভলান্টিয়ারিং এর সুযোগ রয়েছে। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন ভলান্টিয়ারিং-এ বিশ্বের যেকোনো স্থানে, যেকোনো ডিভাইসের দ্বারা কাজ করা যাবে।
অনলাইন ভলান্টিয়ারিং দ্রুত, সহজে এবং কার্যকর ভাবে করা যায়।
যেসব ক্ষেত্রে ভলান্টিয়ারিং করা যাবে:
- লেখালেখি এবং এডিটিং (৩৯)
- অনুবাদ (৩০)
- টিচিং, ট্রেনিং (৩৯)
- আর্ট এন্ড ডিজাইন (১৬)
- রিসার্চ (১৪)
- টেকনোলজি ডেভেলপমেন্ট (১৩)
- প্রজেক্ট ডেভেলপমেন্ট এন্ড মেনেজমেন্ট (১২)
- আউটরিচ এন্ড এডভোকেসি(১২)
- কমিউনিটি অরগানিজিং(৪)
- এডমিনিস্ট্রেশন বা প্রশাসন (৪)
- লিডারশীপ এন্ড স্ট্র্যাটেজি (১)
- ইভেন্ট অরগানাইজেশান (১)
- স্বাস্থ্য সেবা (১)
- ভলান্টিয়ার মেনেজমেন্ট (১)
সুযোগ সুবিধাসমূহ:
- ঘরে বসেই ভলান্টারিং করে কোনো জায়গায় অবদান রাখার সুযোগ
- অভিজ্ঞতা অর্জন
- আবেদনের যোগ্যতা
- যেকেউ অনলাইন ভলান্টিয়ার হতে আবেদন করতে পারবেন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশীসহ সবার জন্য প্রযোজ্য
আবেদন পদ্ধতি: আবেদনের লিংকে গিয়ে আবেদন করুন।