‘ল্যাম্প অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ AM

© সংগৃহীত

ভ্যাটিকানের ‘ল্যাম্প অব পিস’ পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ৩ সেপ্টেম্বর ইটালির আসিসিতে অবস্থিত ‘বাসিলিকা অব সেইন্ট ফ্রান্সিসে’ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৯ম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী দিনে ‘দ্য হোলি কনভেন্ট অব প্যাপাল বাসিলিকা অব আসিসি’র মুখপাত্র ও পরিচালক ফাদার এনজো ফরতুনাতো পোপ ফ্রান্সিসের প্রতিনিধি হিসেবে এ পুরস্কার ঘোষণা করেন।

আপার প্যাপাল বাসিলিকা অব আসিসিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ভ্যাটিকানের পক্ষে অধ্যাপক ইউনূসের হাতে ‘ল্যাম্প অব পিস’ তুলে দেন হোলি কনভেন্ট ও প্যাপাল বাসিলিকা অব আসিসির মাস্টার ফাদার মওরো গামবেত্তি।

পুরস্কার নিয়ে প্রতিক্রিয়ায় ড. ইউনূস মানবজাতির সামনে আসন্ন তিনটি সংকট সম্বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এগুলো হলো- সম্পদের প্রবল ও ক্রমাগত কেন্দ্রীকরণ, পরিবেশের দ্রুত বিপর্যয় এবং আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের উত্থান।

ড. মুহাম্মদ ইউনুস এ বিপদগুলোর বিষদ ব্যাখ্যা দিয়ে বলেন, এই সংকটগুলো মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিতে পারলে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত ১৯৮১ সালে পোলান্ডের ট্রেড ইউনিয়ন নেতা লেস ওয়ালেসাকে প্রথম এ পুরস্কার দেওয়া হয়। পোপ দ্বিতীয় জন পল, দালাই লামা, কলকাতার সেইন্ট তেরেসা, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভকে এর আগে এ পুরস্কার দেওয়া হয়। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসকে ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কারের পাশাপাশি এ পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মের্কেল ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও এ পুরস্কার পেয়েছেন।

‘কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার কথা বলে তারেক রহমান নির্বাচনী প…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘চিহ্নিত সন্ত্রাসী নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, তা…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
মিরপুরে মহিলা জামায়াত কর্মীদের অবরুদ্ধ ও হামলায় জড়িতদের গ্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9