মা দিবসে একই মঞ্চে মা–ছেলের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

ব্র্যান্ডি ফিল্ডস ও কাইল ফিল্ডস।
ব্র্যান্ডি ফিল্ডস ও কাইল ফিল্ডস।  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির (টিসিইউ) সমাবর্তনে এবারই প্রথম শুধু স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তদের জন্য আলাদা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আয়োজনে বিরল এক ঘটনা ঘটে, যেখানে একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মা ও ছেলে—ব্র্যান্ডি ফিল্ডস ও কাইল ফিল্ডস।

মে মাসের দ্বিতীয় রোববার, অর্থাৎ আজ (১১ মে), যখন বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস, তখন মা ও ছেলের এই যুগল অর্জন নতুন মাত্রা যোগ করে দিবসটির মাহাত্ম্যে।

কাইল ফিল্ডস এবারের সমাবর্তনে লিবারেল আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অন্যদিকে তার মা ব্র্যান্ডি অর্জন করেন এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) ডিগ্রি। সনদপ্রাপ্তদের তালিকায় একসঙ্গে নিজের ও মায়ের নাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কাইল।

ব্র্যান্ডি ফিল্ডস বলেন, ‘ছেলের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে এমন একটা অর্জন ভাগ করে নেওয়া, সত্যিই অবিশ্বাস্য। এমন কিছু কখনো ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘অনেক বছর পর আবার ক্লাসরুমে ফেরা আমার জন্য সহজ ছিল না। তবে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে একসঙ্গে শেখার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে পাওয়া জ্ঞান সত্যিই অমূল্য।’

তারা জানান, পড়াশোনার সময়ে একে অপরকে সর্বদা উৎসাহ দিয়েছেন। বিশেষ করে রাত জেগে পড়াশোনা ও সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার চাপের মধ্যে একে অপরের পাশে ছিলেন। কাইল বর্তমানে টিসিইউ অ্যাথলেটিক্সে যন্ত্রপাতি ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

মা দিবসে এই ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা শুধু একটি পারিবারিক অর্জন নয়, বরং মা–ছেলের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্তও বটে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence