জমকালো আয়োজনে ‘আমার সময়, আমার দেশ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

০৬ মে ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
‘আমার সময়, আমার দেশ’ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

‘আমার সময়, আমার দেশ’ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান © টিডিসি ফটো

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আমার সময়, আমার দেশ’ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫.০১। এসময় ‘S1 ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলায় আয়োজিত এই অনুষ্ঠানে S1 ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাসহ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল অ্যাক্টিভ প্লাস এবং প্রাণ পটেটো ক্র্যাকার।

ফটোগ্রাফি প্রতিযোগিতায় সর্বোচ্চ মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌরভ মজুমদার, দ্বিতীয় হয়েছে সাফায়েত জাহিন এবং তৃতীয় স্থান অর্জন করেন স্বপ্নীল মিহন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, নাটক, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে দিনটি হয়ে ওঠে এক আনন্দঘন উৎসব। সংগঠনের ভলেন্টিয়াররা তাদের সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা গ্রহণ করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আহনাফ জিহান, মো. সায়মন ইসলাম, মুবটাসিম আল মুয়িদসহ আরও ১৫জন সদস্যকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাজের পিছিয়ে পড়া পথশিশুদের প্রতি সংগঠনটির মানবিক প্রয়াস। অ্যাক্টিভ প্লাস এবং প্রাণ পটেটো ক্র্যাকার এর সহযোগিতায়, ‘আমার সময়, আমার দেশ’ এর স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থানরত পথশিশুদের মাঝে ফ্রি চিপস ও জুস বিতরণ করেন। শিশুরা আনন্দের সাথে চিপস ও জুস গ্রহণ করে। তাদের আনন্দের দিনটি ভাগ করে নেয় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে।

সংগঠনের একজন স্বেচ্ছাসেবক উম্মে সুবাইতা বলেন, ‘আমরা প্রতিবছর আমাদের স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি দিতে এই দিনটি উদযাপন করি। এটি কেবল পুরস্কার বিতরণ নয়, এটি এক আনন্দময় পুনর্মিলনী, যেখানে সকলে একসাথে সংগঠনে নিজেদের অবদানকে আনন্দের সাথে উদযাপন করি।’

তিনি আরও বলেন, ‘সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর ৬ই মে ‘Asadian Day’ পালিত হয়, যেখানে বছরব্যাপী সেবামূলক কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করা হয়। সংগঠনের এমন কার্যক্রম আমাদের সামনে এনে দেয় এক আশাব্যঞ্জক বার্তা—যেখানে ভালো কাজের স্বীকৃতি যেমন আছে, তেমনি আছে অসহায়ের পাশে দাঁড়ানোর আন্তরিকতা।’

‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9