ঢাবির মুহসীন হলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ নামক বইয়ের ওপর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় হলের টিভি রুমে এটি অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার (১৬ নভেম্বর) ‘হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ’ কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় অন্তত অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এ অনুষ্ঠানে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী মোট ৫ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হওয়া খুবই প্রয়োজন। মুহসীন হল সাহিত্য সংসদের এ রকম প্রতিযোগিতার আয়োজন হলের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস সৃষ্টি হবে। তাছাড়াও তার বক্তব্যে তিনি নিজেও একজন সাহিত্যের একজন গুণমুগ্ধ পাঠক বলে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক, কবি ও গবেষক ফয়েজ আলম শিক্ষার্থীদের সাহিত্য চর্চার উৎসাহ দেওয়ার পাশাপাশি উত্তর উপনিবেশবাদ নিয়েও জানার তাগিদ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জানা-শোনার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মতিউর মহসীন সাহিত্য সংসদের কার্যক্রম ও কর্মপরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। সবার সহযোগিতা পেলে মু্হসীন হল সাহিত্য সংসদ এমন আয়োজনের ধারাবাহিকতা রাখবে বলে সাধারণ সম্পাদক তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

সংসদের সভাপতি শাখাওয়াত হোসেন শান্ত এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। সভাপতি তার বক্তব্যে সকলকে অনুষ্ঠানটি সফলভাবে সাফল্যমণ্ডিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাজী মুহম্মদ মুহসীন হলের হাউজ টিউটর জসিম উদ্দিন, কবি রুদ্র শায়খ ও বিশিষ্ট কথা সাহিত্যিক শাপলা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence