পরিবার থেকেই নজরুল চর্চা শুরু করতে হবে: সৌমিত্র শেখর

জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর

জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, নজরুল চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে। এই দায়িত্ব পরিবারের অভিভাবকদের নিতে হবে। তারা তাদের সন্তানদের এই চর্চায় উদ্ভুদ্ধ করবেন। আলোচনা আর প্রশাসনিক উদ্যোগ নিলেই কেবল হবে না। তার সঙ্গে পারিবারিক শিক্ষাটাই প্রাধান্য পাবে নজরুলকে উপলব্ধি করতে হলে। 

শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর। পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমে বক্তব্যও রাখেন তিনি।

উপাচার্য আরো বলেন, জাতীয় কবির জন্মদিনে কয়েকদিনের আয়োজন চলে। যে কারণে কবির সমাধি সৌধে আসা হয়ে উঠেনা। কিন্তু প্রয়াণ দিবসে এখন থেকে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধা জানাতে আসবে। ঢাকার পাশাপাশি কবির স্মরণে বিশ্ববিদ্যালয়েও চলছে আয়োজন।

আরও পড়ুন: নজরুলকে নিয়ে পূরণ হয়নি স্ত্রী প্রমিলার শেষ ইচ্ছাটি

এরপর সকাল ১১টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল ভাস্কর্যেও পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা পরিষদ ও কর্মচারী সমিতি। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। 

১৯৭৬ সালের এইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬