সাত কলেজে বিজ্ঞান ইউনিটে আসন বেড়েছে

লোগো
লোগো  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের আসন বৃদ্ধি করা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে এই আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত কলেজের বিজ্ঞান অনুষদে সর্বমোট আসন রয়েছে ৬ হাজার ৫০০টি। নতুন করে ৫০টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

আরও পড়ুন: সাত কলেজে বিজ্ঞান ইউনিটে পাসের হার কত?

তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে ৫০টি আসন বেড়েছে। মিরপুর বাঙলা কলেজে জিওগ্রাফি বিভাগ এ বছর থেকে চালু করা হয়েছে। এখানে নতুন করে ৫০টি আসন যুক্ত হওয়ায় আসন সংখ্যা বেড়েছে।

এদিকে বুধবার বিকালে সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হয়। পাসের হার ৬১ দশমিক ১ শতাংশ। পাস করেছেন ২০ হাজার ৪৭৭ জন।  শিগগিরই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।