ইবিতে গাজাসহ দুই ছাত্রলীগকর্মী আটক

আটক দুই ছাত্রলীগকর্মী
আটক দুই ছাত্রলীগকর্মী  © ফাইল ফটো

গাজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের হাতেনাতে আটক করেন ইবি থানার এসআই অনিক।

আটককৃত শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু শিকদার ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা রিফাত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তারা দুজনাই ছাত্রলীগের কর্মী। তনু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের কর্মী ছিলেন। এছাড়া তিনি বর্তমানে মুক্তিযুদ্ধ মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

আটক গুলহার মাসুদ রানা বলেন, ‘তনু ভাইয়ের জন্য নিতে আসছিলাম। বাবুল নামে একজনের কাছ থেকে নিয়েছি। ২৫ গ্রাম গাজা ছিল।’

এ বিষয়ে এস আই অনিক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা ঝটিকা অভিযানে গাজাসহ হাতেনাতে তাদের আটক করেছি। এখন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যা বলবেন সে অনুযায়ী ব্যবস্থা হবে।’

আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সহকারী প্রক্টর শাহবুব আলম, সিকিউরিটি অফিসার রোজদার আলী রূপমসহ অন্যান্যরা উপস্থিত হন। পরে তাদের উপস্থিততে পুলিশ আটককৃতদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিয়ে যায়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ক্যাম্পাসের বাইরে থেকে যেহেতু তাদের ধরেছে, সেহেতু আইন অনুযায়ী যা হয় পুলিশ সেই ব্যবস্থা নিবে। আমরা কোনো সুপারিশ করব না। মাদককে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইন সবার জন্য সমান। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলতে থাকবে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence