ইবির গেট থেকে ১৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

২৬ মে ২০২২, ০৫:৪১ PM
ইবির গেট থেকে ১৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ইবির গেট থেকে ১৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মেইনগেট এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার জোয়াদ্দার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে আটককৃত আসামিকে কুষ্টিয়ায় চালান করা হয়। ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মু. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, আটকৃত আনোয়ার জোয়াদ্দার ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার পদমদি গ্রামের নুরুল জোয়াদ্দারের পুত্র। গতকাল রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে ১৫০ পিস ইয়াবাসহ পুলিশ আটক করে তাকে। পরে পুলিশ বাদী হয়ে মামলা করে কুষ্টিয়াতে চালান করা হয়।

আরও পড়ুন: মাত্রাতিরিক্ত মাদক নিয়ে অজ্ঞান ইবি ছাত্র

অভিযানকারী পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী জানায়, গতকাল একটি সূত্র ইয়াবার বিষয়টি আমাদেরকে জানায়। এর ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে আমিসহ ইবি থানার আরও চারজন পুলিশ বিশেষ অভিযান চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে তাকে আটক করি। ইয়াবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের কাছে বিক্রির জন্য ঢুকছিল বলে ধারণা করা হচ্ছে।

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা এর মূল উৎপাটন না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা এই অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে আমরা আপনাদের সকলের সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬