ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধসহ ৮ দফা দাবি ইবি শিক্ষার্থীদের

১৬ এপ্রিল ২০২২, ০৮:৩৭ PM
ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধের দাবি ইবি শিক্ষার্থীদের

ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধের দাবি ইবি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপচার্য অধ্যাপক ড. ড. শেখ আবদুস সালাম ৮ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় উপাচার্য বলেন, দাবি গুলো যৌক্তিক। আমরা আলোচনা করে বিষয়গুলো সমাধানের চেষ্টা করবো।

তাদের অন্য দাবিগুলো হলো- শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভুক্তভোগীর যাবতীয় চিকিৎসা ব্যয় বহন, ক্যাম্পাসে বহিরাগতের দ্বারা ছাত্রীদের হয়রানি এবং ইভটিজিং পুরোপুরি নির্মূল, ক্যাম্পাসে অস্ত্রধারী বহিরাগত হামলাকারীদের বিচারের আওতায় আনা, ক্যাম্পাসের অভ্যন্তরে মাদক সরবরাহকারী বহিরাগতের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।

আরও পড়ুন: বহিরাগতদের আক্রমণে হাত ভাঙ্গল ইবি শিক্ষার্থীর

এছাড়া বহিরাগত দুষ্কৃতিকারীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং বেপরোয়া বাইক চলাচল নিষিদ্ধ, বহিরাগত সন্ত্রাসীদের মদদ দাতাদের জবাবদিহির আওতায় আনা, ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশেপাশের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় প্রতিনিধিদের সাথে স্থায়ী সমাধান।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে বহিরাগত যুবক রকি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হাসিব নামের এক শিক্ষার্থীর শরীরে বাইক লাগিয়ে দেয়। প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীকে বহিরাগতরা মারতে থাকে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে এ স্মারকলিপি দিয়েছেন।

ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬