ববি ছাত্রকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেলেন শিক্ষক

১২ এপ্রিল ২০২২, ০৭:১৫ AM
ববি শিক্ষার্থীকে শার্টের কলার ধরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে

ববি শিক্ষার্থীকে শার্টের কলার ধরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর শার্টের কলার ধরে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

লাঞ্ছনার শিকার এ বি এম মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে একাডেমিক ভবনের নিচতলায় যাওয়ার সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে বন্ধুরা ডাক দেন। সেখানে কিছু শিক্ষার্থী কথা বলছিলেন। ওই সময় বন্ধুদের সঙ্গে কথা বলে চলে চাইলে সুপ্রভাত হালদার স্যার আমার পেছন দিক থেকে এসে শার্টের কলার ধরে টানাহ্যাঁচড়া শুরু করেন। স্যার নাকি আমাকে ডেকেছিলেন। কিন্তু শুনতে পাইনি।’

মুশফিকুর রহমান বলেন, ‘স্যারকে চিনতে না পেরে আমি তার পরিচয় জানতে চাই। এ সময় তিনি টানতে টানতে তার কক্ষে নিয়ে যান আমাকে। এতে শার্টের বোতাম ছিঁড়ে যায়। কক্ষে নিয়ে স্যার অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একাডেমিক ক্যারিয়ার ধ্বংসসহ নানা  হুমকি দেন। পরে প্রক্টর এসে আমাকে বের করেন।’

আরও পড়ুন: বাবা-মায়ের টাকায় চলা শিক্ষার্থীরা ‌‘পেরে উঠছে না’

এ বিষয়ে সুপ্রভাত হালদার গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, ‘সুপ্রভাত হালদার ওই সময় ক্লাস নিচ্ছিলেন। শিক্ষার্থীরা পাশে জোরে কথা বলছিল। ওই ঘটনা ঘটেছে ভুল বোঝাবুঝির কারণে। তিনি আমাদের সহকারী প্রক্টর, তাই শাসন করেছেন অভিভাবক হিসেবে। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি।’

শার্টের কলার ধরার বিষয়ে প্রক্টর বলেন, ‘কলার ধরেছে কি না, বলতে পারছি না। তবে শুনেছি, শার্ট ধরে টেনে নিয়ে গেছেন।’

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি,  ববির আছে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬