ইবিতে ফের বিভাগে তালা, কার্যক্রম বন্ধ

০৮ মার্চ ২০২২, ১০:৫২ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © ফাইল ফটো

সেশনজট কমানোর দাবিতে বিভাগের ক্লপসিবল গেটে তালা দিয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যহত রেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। এতে বিভাগের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে গেটে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা । এ সময় তাদের হাতে ‘পর্যাপ্ত শিক্ষক চাই, সেশনজট মুক্ত বিভাগ চাই’ ইত্যাদি ফেস্টুন দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিভাগের সকল কার্যক্রম বয়কট করেছি। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে বিভাগের ভর্তি কার্যক্রম চালু রাখার সুযোগ দেওয়া হয়েছে। ভর্তি কার্যক্রমে নিয়োজিত শিক্ষক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি। আগামীকালও বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।

আরও পড়ুন: নম্বরপত্র-উত্তরপত্রসহ গোপনীয় নথি গায়েব, ৮ দিন পর তদন্ত কমিটি

আন্দোলনরত শিক্ষার্থী রাজিন বলেন, ‘আগামী এক সপ্তাহ আমাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। এর মধ্যে যদি সন্তোষজনক কেন সিদ্ধান্ত না আসে তাহলে কঠোর আন্দোলনে যাব আমরা।’

বিভাগের শিক্ষকরা জানান, ‘আমরা অফিসিয়ালি কার্যক্রম করতে পারিনি। ভর্তি কার্যক্রমের জন্য সভাপতিকে দুইবার ঢুকতে দিলেও অফিসে বসে কাজ করার সুযোগ দেয়নি। গণিত বিভাগে যেয়ে ভর্তি কার্যক্রম কাজ করতে হচ্ছে। বিভাগের অন্য শিক্ষকরা প্রবেশ করতে চাইলেও গেইট খুলিনি শিক্ষার্থীরা।’

আরও পড়ুন: শেখ হাসিনাই নারীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ দিয়েছেন : পলক

শিক্ষার্থী ও বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের ১১জন শিক্ষক থাকলেও বর্তমানে পাঁচজন শিক্ষক ক্লাস নেন। বাকী শিক্ষকরা দেশের বাইরে আছেন। এই ৫ জন শিক্ষক ক্লাস-পরীক্ষা নিচ্ছেন সাতটি ব্যাচের। এতে একজন শিক্ষককে নিতে হয় একাধিক কোর্সের ক্লাস। এছাড়া কয়েকটা কোর্সের ক্লাস কে নিবেন তা এখনও ঠিক হয়নি। ফলে বিভিন্ন সংকটের কারণে সেশনজটের সৃষ্টি হয়েছে।

পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিভাগের বিভিন্ন সংকটের বিষয়টি প্রশাসনকে অবহিত করছি। এমনকি আমরা একটা প্লানিং দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমলে নেয়নি। ফলে এম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকালের শিক্ষার্থীদের আন্দোলনের আপডেট ভারপ্রাপ্ত উপাচার্যকে অবহিত করেছি। আজাকেও আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব।’

নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9