প্রশাসনের আশ্বাসে স্থগিত ইবি ছাত্রীদের আন্দোলন

হল প্রভোস্টের পদত্যাগ দাবি, ছাত্রীদের আন্দোলনে উত্তাল ইবি
হল প্রভোস্টের পদত্যাগ দাবি, ছাত্রীদের আন্দোলনে উত্তাল ইবি  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছেন ছাত্রীরা। হলের এক ছাত্রী সংজ্ঞাহীন হওয়ার ঘটনায় প্রভোস্টকে ফোন দিলেও কোন ব্যবস্থা না নেওয়ায় তারা বিক্ষোভ শুরু করেন। রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৯ টা থেকে ওই হল গেটের সমানে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

পরে প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আন্দোলন স্থগিত করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা। রাত ১টার দিকে তারা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। আলোচনার পর ছাত্রীরা জানান, তাদের সমস্যাগুলো জানিয়েছেন প্রশাসনকে। এগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্রীদের অভিযোগ শুনেছি, তাদের দাবিগুলো যৌক্তিক। সব হলেই ব্যবস্থাপনায় জটিলতা রয়েছে। করোনায় এ জটিলতা আরও বেড়েছে। আমরা দ্রুত ছাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা করবো, এ ব্যাপারে আশ্বস্ত করেছি। তারা আশ্বস্ত হয়েছে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আন্দোলনরত ছাত্রীরা জানান, রোববার সন্ধ্যায় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা নামের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সহপাঠীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু কাছে ফোন দিলেও তেমন কোনো ব্যবস্থা নেননি। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় আরও কয়েকজন শিক্ষার্থী প্রভোস্টকে ফোন দেন। এতে বিরক্ত হয়ে প্রভোস্ট বলেন, বারবার ফোন দেওয়ার কি আছে?

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫ সাংবাদিক, জিডি

এরপর ছাত্রীরা হাউস টিউটর শিমুল রায়কে ফোন করার পর তিনি অ্যাম্বুলেন্স পাঠান। অ্যাম্বুলেন্স আসতে দেরি এবং প্রভোস্টের অসহযোগীতার অভিযোগ তুলে ওই হলের প্রায় শতাধিক ছাত্রী বিক্ষোভ শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের এসে সমাধানের চেষ্টা করেন। তবে প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

আন্দোলনরত এক ছাত্রী বলেন, হল প্রভোস্ট ঠিকমতো হলে আসেন না। কোনো সুবিধা-অসুবিধায় তাকে সময় মতো পাওয়া যায় না। এ ছাড়া হলে আরো নানান সমস্যা রয়েছে। এজন্যই আমরা তার পদত্যাগ চাইছি।

হলের হাউস টিউটর শিমুল রায় বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ছাত্রীদের সাথে কথা বলে তাদের বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে। আশা করছি, বিষয়টি সমাধান হয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence