ইবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) © সংগৃহীত

আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সশরীরে ক্লাস ও পরীক্ষাগুলো শুরু হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওমিক্রমনের প্রাদুর্ভাব দুর্বল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে গত ২২ জানুয়ারি থেকে ইবির আবাসিক হলসমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস এবং চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফল ঘোষণা করে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ ফেব্রুয়ারি সশরীরে ক্লাস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। 

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। পড়াশোনার ব্যাঘাত ঘটেছে তাদের। একই সঙ্গে সেশনজটে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত শুরু থেকেই ভালোভাবে নেয়নি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, সব কিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো প্রয়োজন ছিলো না। অফিস খোলা রাখা হয়েছে, বাণিজ্যমেলা হয়েছে ও বইমেলা চলছে। করোনা কী শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিন সংক্রমণ কমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় সংক্রমণের হার ছিলো ২৬ শতাংশ। সেটি বর্তমানে ১৩ দশমিক ৫৩ শতাংশ।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬