ইবির ১ হাজার ২৭০ আসন ফাঁকা

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে এখনো ১ হাজার ২৭০ আসন ফাঁকা রয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আসন খালি থাকা সাপেক্ষে গত ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষ হয় ৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: ঢাবির এসএম হলে রবিনের গায়ে হলুদ, পাত্রী রোকেয়া হলের

জানা গেছে, তৃতীয় মেধাতালিকা শেষে বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে মোট ভর্তি হয়েছেন ৮২৫ জন। এখনো ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৭৪টি, ‘বি’ ইউনিটে ১০৯৫টি আসনের মধ্যে ৭৪৬টি ও ‘সি’ ইউনিটে ৪৫০ টি আসনের মধ্যে ২৫০টি আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থান, রাবি শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বলেন, ‘প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আসন খালি রয়েছে। হয়ত স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নিতে পারে। খালি আসনগুলো কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।’


সর্বশেষ সংবাদ