পরীক্ষায় পরপর দুইবার ফেল, ইবির দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী
ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় যেটি সুপারিশ করা হয়েছিল সেটি কার্যকর করা হয়েছে।

ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম জয় ও আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেহেদি হাসান রয়েল।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কেউ পরপর দুইবার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। মনিরুল ইসলাম জয় প্রথম ও দ্বিতীয় বর্ষে এবং মেহেদী হাসান তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষায় পরপর দুইবার অকৃতকার্য হওয়ায় তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

এর আগে বিভাগীয় কমিটি ও অনুষদীয় সভায় ওই দুই শিক্ষার্থীর পক্ষে পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল বিভাগ দুইটি। তবে এটি আমলে না নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১২২তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়। আজ ২৫৪তম সিন্ডিকেট সভায়ও ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগেও বিভিন্ন সময় একই ঘটনায় বিভাগের সুপারিশ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী একাধিক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়।

এছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সাবসিটি শিক্ষার্থীপ্রতি ২০ টাকা ও মেধাবৃত্তির টাকা ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দুইজন নতুন শিক্ষক নিয়োগ ও একজন ড্রাইভার নিয়োগের সিদ্ধান্তও হয় সিন্ডিকেট সভায়।

সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ অবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence