সহকারী অধ্যাপক হলেন ঢাকা কলেজের ২৭ শিক্ষক

৩০ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪ PM
ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা

ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা © টিডিসি ফটো

দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন ঢাকা কলেজের ২৭ শিক্ষক। বুধবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ অধিশাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন সই করা বিজ্ঞপ্তিতে পদোন্নতির বিষয়টি জানানো হয়।

এতে সারাদেশের ১ হাজার ৪৭৯ জন প্রভাষককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের ১৪৭৯ জন কর্মকর্তাগণকে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল টাকা (৩৫,৫০০/- ৬৭,০১০/-) বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

আরও পড়ুন: ১৫টি পদের ১৪টিতেই আওয়ামীপন্থী শিক্ষকদের জয়

এরমধ্যে ঢাকা কলেজের ২৭ জন প্রভাষক রয়েছেন। তাঁরা হলেন অর্থনীতি বিভাগের প্রভাষক পল্লবী দে, মাহমুদুল হাসান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ কামারুজ্জামান, মামুনুর রশিদ, নুপুর রানী, ফারুক আহমদ। ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন। ইতিহাস বিভাগের প্রভাষক শাহানা খানম, সুস্মিতা তালুকদার প্রীতি। গণিত বিভাগের প্রভাষক মনোয়ারা বেগম, দীপা সাহা। পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বিভাকর বণিক রিপন, উম্মে হাবিবা। বাংলা বিভাগের প্রভাষক শাহরিয়া সুলতানা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শ্রাবণী ধর, রফিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক আবু সালেহ মোঃ.মুজাহেদুল ইসলাম, মুনমুন সাহা। মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন মুনমুন, রসায়ন বিভাগের প্রভাষক ত্রিনাথ সিংহ, আসলাম হোসেন, মাহমুদুল হাসান।রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান, পল্লবী বাড়ৈ। হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রোমানা আক্তার, আশিক মাহমুদ, মাসুদ রানা।

পদোন্নতিপ্রাপ্ত এসব শিক্ষকদের বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অধ্যক্ষের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার সহ অন্যান্য শিক্ষকরা।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা

তবে ব্যাচ ভিত্তিক পদোন্নতি না হওয়ায় অনেকেই বাদ পড়েছেন বলে জানান বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বায়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, দীর্ঘ সময় পর হলেও শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ৷ তবে ব্যাচ ভিত্তিক পদোন্নতি না হওয়ায় অনেকেই বাদ পড়েছেন ৷ তাই শিক্ষা ক্যাডারে ব্যাচ ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি।

ফের বিশ্বসেরা ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ডুয়েটের সাবেক শিক্…
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
  • ১২ জানুয়ারি ২০২৬
পাবনার কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9