শিক্ষার্থীদের চুল কেটে নেওয়া সেই শিক্ষিকা স্বপদেই বহাল থাকবেন

২৮ নভেম্বর ২০২১, ১০:০৬ PM
ফারহানা ইয়াসমিন

ফারহানা ইয়াসমিন © ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় জড়িত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি ছিল তাকে বরখাস্ত করা, কিন্তু তা না করে তাকে স্বপদে রেখে ৩টি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত এ অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। এ অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

এ অফিস আদেশে বলা হয়েছে— রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। 

এ অফিস আদেশটি আজ বিকালে একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে টানানো হলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ২১ নভেম্বর এতে স্বাক্ষর করেছেন।

গত ২৬ সেপ্টেম্বর ক্লাস চলাকালীন সময়ে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন বলে অভিযোগ আসে ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে। এরপর তাকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতেও বাধ্য হয় কর্তৃপক্ষ।  

শিক্ষার্থী বিক্ষোভের মুখে ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর ও সিন্ডিকেট সদস্য পদ থেকে পদত্যাগ করেন। 

আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ফারহানার বিষয়ে সিদ্ধান্ত জানানোর পর ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগেই নিতে পারত। শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে এখনও তারা স্বপদে বহাল রেখেছেন। এটা অন্যায়।

অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমন নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দী…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকমীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬