আইডি কার্ড দেখালেই হাফ ভাড়া নেবে তরঙ্গ প্লাস

আইডি কার্ড দেখালেই হাফ ভাড়া নেবে তরঙ্গ প্লাস
আইডি কার্ড দেখালেই হাফ ভাড়া নেবে তরঙ্গ প্লাস  © ফাইল ছবি

ঢাকা কলেজের শিক্ষার্থীদের থেকে হাফ পাস নেয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেলো তরঙ্গ প্লাস পরিবহনের আটক দুই বাস। সোমবার (২২ নভেম্বর) রাতে ঢাকা কলেজে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম।

তিনি বলেন, এখন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে তরঙ্গ প্লাস বাসে হাফ পাস দিতে পারবেন। পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা স্থানীয় পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে আজকের অনাকাঙ্খিত ঘটনায় আহত শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার ব্যয়ও পরিবহন কর্তৃপক্ষ বহন করবেন বলে তারা স্বীকার করেছেন।

এর আগে, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তরঙ্গ প্লাসের দুটি বাস আটকে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মারধরের শিকার হওয়া শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মূলত সোমবার সকালে শাহবাগ এলাকায় বাসের সহকারী দ্বারা মারধরের শিকার হন এই শিক্ষার্থী।

তিনি বলেন, আজকের সকালে মালিবাগ থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঢাকা কলেজে আসছিলাম। পথিমধ্যে শাহবাগ এলাকায় আসলে ভাড়া চাওয়ার পর নির্ধারিত চার্ট অনুযায়ী আমি ভাড়া দিতে চাইলে আমার কাছ থেকে আরো অতিরিক্ত ভাড়া দাবি করে। পরে আমি ভাড়ার চার্ট দেখতে চাইলে আমার সাথ দুর্বব্যবহার করেন। একপর্যায়ে আমাকে মারধর করে টি শার্ট ছিড়ে ফেলে।

এদিকে, ঢাকা কলেজে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে তরঙ্গ প্লাস নামের এ পরিবহন মালিকের সঙ্গে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে পরিবহনটির মালিক পক্ষ থেকে তাৎক্ষণিক কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!