জাককানইবির ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেলেন অধ্যাপক জালাল উদ্দিন

অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিন
অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিন  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ এ আদেশ জারি করে। 

মাউশির উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা ওই আদেশে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬- এর ১০(৩) অনুযায়ী জাককানইবি উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেছে। পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এর আগে, চার বছরের দায়িত্ব পালন শেষে শনিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের মেয়াদ পূর্ণ হয়। ২০১৭ সালের ১৪ নভেম্বর উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফিজ।  


সর্বশেষ সংবাদ