সমাজ থেকে সাম্প্রদায়িকতা বিনাশ করতে হবে: ইবি উপাচার্য

২৩ অক্টোবর ২০২১, ০৪:৫৮ PM
সাম্প্রদায়িক ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাম্প্রদায়িক ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ © টিডিসি ছবি

সাম্প্রদায়িক ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। শনিবার (২৩ অক্টোবর) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। একসঙ্গে হামলায় নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের দাবি করেন বক্তারা। এসময় বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'এই দেশকে স্বাধীন করতে সবাই রক্ত দিয়েছে। এ দেশ অসাম্প্রদায়িক ও অবিচ্ছিন্ন। এই দর্শনকে আমরা ভুলে যেতে পারি না। সমাজে লুকিয়ে থাকা মানুষগুলো মানবতার পতাকা খাঁমচে ধরার চেষ্টা করছে। তারা সাম্প্রদায়িকতাকে উষ্কে দিয়ে সমাজে হানাহানি করতে চান। এই সোনার বাংলায় এসব ঘৃণিত মানুষের শুধু বিচারের দাবি নয়, সমাজের সকল পরিমন্ডল থেকে সাম্প্রদায়িকতা বিনাশ করতে হবে।'

বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মাহবুবুল আরফিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া মানববন্ধনে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. এস এম মালেক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টু।

এছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, ইবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, শামসুজ্জামান জোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড অরবিন্দ শাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুন হোসেন বক্তব্য রাখেন।

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬