আগামীকাল খুলছে ইবির হলের বন্ধ দুয়ার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

০৮ অক্টোবর ২০২১, ০৫:২৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামীকাল শনিবার (৯ অক্টোবর) খুলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে হলের আবাসিক কার্ডধারী সব শিক্ষার্থী হলে উঠতে পারবেন। প্রায় ১৮ মাস বন্ধের পর শিক্ষার্থীরা মিলিত হবে প্রাণের উচ্ছ্বাসে। তবে হলে গণরুম না থাকার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন গণরুমে থাকা শিক্ষার্থীরা। গণরুম না থাকলে সিটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা ফিরবে আপনালয়ে। তাই স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। এখন চলছে শেষ মূহুর্তের ঘষা-মাজা। শিক্ষার্থীদের বরণ করে নিতে হলের নিজ উদ্যেগে প্রস্তুত করে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, কলম। হলে সাপের উপদ্রপ কামাতে দেওয়া হবে কার্বনিক এসিড।

এছাড়া হল খোলার ঘোষণায় হাসি ফুটেছে স্টেশনারি দোকানগুলোতেও। নতুন সাজে প্রস্তুত জিয়া মোড়, ঝাল চত্ত্বরসহ আাবাসিক হলের সামনের দোকানদাররা।

বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান বলেন, আবারও হলের রুমমেট ও হলমেটদের সাথে নিজেদের সুখ দুঃখগুলোকে সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পাব। হলের নানান ধরনের অনুষ্ঠান, কারো জন্মদিন পালন, ছুটির দিনগুলোতে পিকনিকের আয়োজনসহ আবার গিটার হাতে কয়েকজন মিলে হারিয়ে যাব অজানা গানের সুরে। সেখানে মন খারাপের সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলামিন হোসেন বলেন, হল বন্ধ থাকায় ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মেসে ছিলাম। কিন্তু সেখানে সমস্যার শেষ নেই। আছে নিরাপত্তার অভাব। আগামীকাল হল খুলবে। দীর্ঘ দেড় বছর পরে আবারও সেই চিরচেনা হলের রুমে যাব। ভাবতেই যেন মনের ভিতরে অন্যরকম আনন্দানূভূত হচ্ছে।

দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু বলেন, হলের পানি ও বিদ্যুৎ এর লাইনের কাজ প্রায় শেষ। আর হল সংস্কারের বাকী কাজগুলো চলমান থাকবে। শিক্ষার্থীদের বরণ করে নিতে হলের উদ্যোগে শিক্ষার্থীদের স্যানিটাইজার, মাস্ক ও কলম দেওয়া হবে।

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬