জবি কর্মচারীকে রাতভর আটকে রাখার অভিযোগ ডিএসসিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার মাঠ ধূপখোলায় নিয়োজিত কর্মচারী রুবেল হোসেনকে রাতভর আটকে রাখার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত সোমবার (২৭ সেপ্টেম্বর ) রাতে তার ডিউটির সময় এ ঘটনা ঘটে । এ ঘটনায় গেণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে রুবেল।

জানা যায়, সোমবার রাতে রুবেল ধূপখোলা মাঠে ডিউটির জন্য যান। ডিউটিতে গিয়ে তিনি দেখেন মাঠে জবির অংশে খনন করা হচ্ছে। বিষয়টি দেখে রুবেল মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাকে ধরে আটকে রাখে। এ সময় রুবেলের মোবাইলও নিয়ে যায় তারা। এভাবে রাত তিনটা পর্যন্ত তাকে আটকে রাখা হয়।

এ বিষয়ে রুবেল হোসেন বলেন, ডিউটিতে গিয়ে মাঠ খননের বিষয়টি দেখতে পাই। তখন ভিডিও করি মোবাইলে। কিন্তু এটি দেখতে পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আমাকে রাত তিনটা পর্যন্ত আটকে রাখে। পরে তাকে রাত তিনটায় বাসায় যেতে দেয় এবং পরদিন সকালে আমার ফোন ফিরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিষয়টি গৌতম কুমার স্যারকে অবগত করেছি। তিনি বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস বলেন, আমরা অভিযোগপত্র প্রক্টর দপ্তর ও রেজিস্ট্রার দপ্তরে জমা দিয়েছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। থানায়ও জিডি হয়েছে। আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬
‎কিশোরগঞ্জ হাওরে গলা কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬