পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবি ছাত্রের অনশন

২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮ PM
অনশনরত ইবি শিক্ষার্থী দস্তগীর হোসাইন

অনশনরত ইবি শিক্ষার্থী দস্তগীর হোসাইন © সংগৃহীত

পরীক্ষার ফি কমানো ও অনাবাসিক শিক্ষার্থীদের থেকে আবাসিক হল ফি গ্রহণ বন্ধের দাবি জানিয়ে অনশন কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ অনশন শুরু করেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র দস্তগীর হোসাইন সাগর। এর কয়েক ঘণ্টা পর দুপুরে ওই শিক্ষার্থীর বন্ধুরা এসে তার অনশন ভাঙান।

অনশন চলাকালীন সময়ে দস্তগীর হোসাইন ‘পরীক্ষার ফি হোক শুধু কাগজের দাম’ ও ‘অনাবাসিক শিক্ষার্থীদের থেকে হলের জন্য টাকা গ্রহণ বন্ধ করুন’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অনশনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দস্তগীর বলেন, আমরা যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং সরকার এখানে অর্থ দেয় তাহলে আমরা এত পরীক্ষার ফি কেন দেব? কষ্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লাভ তাহলে কী? আমি কখনোই হলে থাকিনি তবুও হলের জন্য ৩০০ টাকা দিতে হচ্ছে।

পড়াশুনার পাশাপাশি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন জানিয়ে দস্তগীর বলেন, আমি জানি ৩০০ টাকা রোজগার করতে সারাদিন কাজ করতে হয়। তাহলে আমি কোনো প্রকার আবাসিক সেবা না নিয়েই এই টাকা কেন দেব? আমি প্রশাসনের কাছে এই ফি মওকুফের দাবি জানাচ্ছি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে ইবিতে ফের বিভিন্ন শিক্ষাবর্ষে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু পরীক্ষার জন্য ফরম পূরণ করতে গিয়ে শিক্ষার্থীরা ফি নিয়ে পরেছেন বিপাকে।

ইবি কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা এক বছরের হলের সিট ভাড়া ও পরিবহন ফি মওকুফ করবে। কিন্তু এ সংক্রান্ত প্রজ্ঞাপনে ভুলের কারণে অনেক শিক্ষার্থীর এসব ফি-ও পরিশোধ করতে হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমি বিষয়টি এখনো জানি না। শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্নভাবে দাবি জানাতে পারে, সেটি আমাদের কাছে এলে ভেবে দেখব।

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬