জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র স্থাপনের আবেদন

২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা নিশ্চিতের সুবিধার্থে ক্যাম্পাসে টিকা প্রদান কেন্দ্র স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক আবেদনপত্রের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কাছে এটি জানানো হয়।

আবেদনে বলা হয়, আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদেরকে অন্তত ১ ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সাথে গত ১৪ সেপ্টেম্বর উপাচার্যদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় টিকাদান কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হলে অল্প সময়ে অধিক সংখ্যক শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে। সে প্রেক্ষিতে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি করোনা টিকাদান কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা বিবেচনা করে মন্ত্রনালয় বরাবর আবেদন করা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসলে আমরা সকল প্রক্রিয়া জানাবো।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬