ইবিতে ছয় বিভাগে সশরীরে পরীক্ষা শুরু

১২ সেপ্টেম্বর ২০২১, ০১:০২ PM
ইবিতে সশরীরে পরীক্ষা

ইবিতে সশরীরে পরীক্ষা © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (১২ সেপ্টেম্বর) ছয়টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু। তিনি বলেন, পরীক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি ছিল। সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এসব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্দীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পরীক্ষা নিতে পেরে আমরাও খুশি। সব পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করি।

এর আগে গত শনিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ বিভাগগুলোকে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দেয়। বলা হয় আবাসিক হলসমূহ বন্ধ রেখে আগামী ১২ সেপ্টেম্বর থেকে যেকোনো বিভাগ চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে।

উল্লেখ্য, সশরীরে পরীক্ষা সম্পন্ন করার জন্য আজ ১২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ পূর্বের নিয়মে চলবে বলে এক অফিস আদেশে বলা হয়। অফিসসমূহ আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এই আদেশ আজ থেকে কার্যকর হয়েছে।

বিএনপির ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন প…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬