ইবিতে সশরীরে পরীক্ষা শুরু কাল

১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:২২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে আগামীকাল রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ও স্নাতকত্তোরের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে। তবে আাবাসিক হলসূমহ বন্ধ থাকবে। প্রথমদিন ৪টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব বিভাগে পরীক্ষাসূমহ অনুষ্ঠিত হবে সেগুলো হলো, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, ফিত রসায়ন ও কেমিকৌশল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারং বিভাগ। এছাড়া এ মাসেই সব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, সশরীরে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম গুলো পরিষ্কার করা হয়েছে। এছাড়া একাডেমিক ভবনগুলোর আশেপাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করা হয়। গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগগুলোকে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দেয়। বলা হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে যেকোন বিভাগ চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে। তবে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

এছাড়া শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের পরিবহন ফি মওকুফ করা হয়। এর আগে অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু হলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা আবার বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহা. আতাউর রহমান বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় দেড় বছর চলে গেছে। শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে আগামীকাল সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে সকল বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬